আজ প্রভু দেবার জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য প্রভু দেবা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী, জানা যায় দুজন পেশাদার নৃত্যশিল্পীর কাছে ভারতনাট্যম শিখেছেন তিনি টিনএজ বয়স থেকে কোরিওগ্রাফি করা শুরু করেন প্রভু দেবা, শোনা যায় এমনটাই জটিল অসুখে আক্রান্ত ছিলেন প্রভু দেবা, জানা যায়, তাঁর স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে এখনও বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে নিজের ডান্স অ্যাকাডেমি খোলেন প্রভু দেবা কোরিওগ্রাফির পাশাপাশি বহু ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা শোনা যায়, দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে ছিলেন প্রভু দেবা প্রায় ৩ বছর সম্পর্কে থাকার পর অত্যন্ত তিক্ততার সঙ্গে তাঁদের বিচ্ছেদ হয় প্রথম স্ত্রী রামলথের সঙ্গে লভ ম্যারেজ হয় প্রভু দেবার, কিন্তু ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তাঁরা বলিউডেও বহু কাজ করেছেন প্রভু দেবা, তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা