অত্যাধিক মাংস খেলে অন্ত্রের ক্যানসার হতে পারে।
স্ট্রিটফুডের মধ্যে মাংসের আইটেমেও রোগ ধরতে পারে।
লোভনীয় রেশমি কাবাবেও হতে পারে পেটের রোগ।
অতিরিক্ত তেল যুক্ত মাংসে হৃদরোগ হতে পারে।
অতিরিক্ত মাংস খেলে ডায়াবেটিস হতে পারে।
সপ্তাহে বেশি মাংস খেলে কোলন পলিপও হতে পারে।
টেস্ট চিকেন রোস্ট বেশি খেলে গ্যাসের প্রবলেম আসতে পারে।
বেশি মাংস খেলে পিত্তরোগও ধরতে পারে।
মাংস বেশি খেলে ডিউডেনাইটিসও হতে পারে।
অতিরিক্ত মাংস বাড়ায় ক্লোরেস্টেরল, তাই সাবধান।