মুক্তি পেল অর্জুন দত্তের নতুন ছবি 'শ্রীমতী'। অভিনয়ের জোরেই ছবিতে নজর কেড়েছেন খেয়া চট্টোপাধ্যায় ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ছবিতে তাঁর নাম হয়েছে শ্রীমতী। ছবি প্রিমিয়ারে হাজির ছিলেন সুদীপা চক্রবর্তী। ঝলমলে পোশাকে নজর কেড়েছেন তিনি। সাদা ফুলেল লেহঙ্গায় প্রিমিয়ারে নজর কেড়েছেন তৃণা সাহা। ছবিতে শ্রীমতীর ননদের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সবুজ প্রিন্টেড শাড়ি, মোটা ফ্রেমের চশমা আর গলার ভারি হারে সেই সন্ধের শো-স্টপার ছবির নায়িকা স্বস্তিকাই। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সংঘশ্রী সিংহ মিত্র। ছবিতে তাঁর চরিত্র অবশ্য নেতিবাচক। প্রিমিয়ারে লাল সাদা হাকোবা শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। এই ছবির সৌজন্যে প্রথমবার জুটি বেঁধেছেন স্বস্তিকা ও সোহম চক্রবর্তী। একজন সাধারাণ গৃহবধূর গল্প বলে 'শ্রীমতী'