বলিউড অভিনেত্রীরা সব সময়ই তাঁদের লুক ও পোশাক নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন অনুরাগী মহলে। অনেকবার তাঁরা এত দামি পোশাক পরেন, যা শুনলে অবাক হয়ে যেতে হয়।
ঐশ্বর্য রাই বচ্চন নীতা অম্বানির একটি পার্টির জন্য হলুদ রঙের টুক্সেডো গাউন পরেছিলেন। এর দাম প্রায় ৩.৭০ লক্ষ টাকা।
IIFA 2018-র রেড কার্পেটে আলিয়া ভট্ট যে ব্ল্যাক শিমরি পোশাক পরেছিলেন, তার দাম ২৩ লক্ষ টাকা।
দীপিকা পাড়ুকোন মেট গালা ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ পিঙ্ক রঙের একটি গাউন পরেছিলেন। এর দাম প্রায় ৫০ লক্ষ টাকা।
বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলা দুবাইয়ে এক শ্যুটের সময় সোনা দিয়ে তৈরি পোশাক পরেছিলেন। এর দাম ৫০ লক্ষ মার্কিন ডলার অর্থাৎ ৩৭ কোটি টাকা।
করিনা কপূর খান সোহা আলি খানের বই প্রকাশের সময় লাল রঙের গাউন পরেছিলেন। এর দাম প্রায় ৫.৪০ লক্ষ টাকা।
২০২০-র নিউইয়ার ইভে অনুষ্কা শর্মা যে কালো রঙের শিমরি গাউন পরেছিলেন, তার দাম প্রায় ২.৪৫ লক্ষ টাকা
প্রিয়ঙ্কা চোপড়া ২০২০-ক গ্রেমি অ্যাওয়ার্ডের সময় যে সাদা রঙের ডিপ নেক গাউন পরেছিলেন তা সবারই মনে আছে। (এই ছবিটি অবশ্য তাঁর অন্য ছবি)।
প্রিয়ঙ্কার ওই পোশাকের দাম প্রায় ৭৭ লক্ষ টাকা।
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রানা দাগ্গুবতী ও মিহিকা বাজারের মেহেন্দি অনুষ্ঠানে য়ে হলুদ রঙের পোশাক করেছিলেন, তার দাম প্রায় ১.৫৯ লক্ষ টাকা।