যেগুলো ঝুলিয়ে রাখা যায় সেগুলিকে ঝুলিয়ে রাখুন হাতা, চামচ, খুন্তি ঝুলিয়ে রাখলে জায়গা বাঁচবে ফল ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে কিংবা টেবিলে রাখুন রান্নাঘরে সামনে রাখা থাকলে রান্নার তাপে তা নষ্ট হয়ে যেতে পারে সমস্ত সব্জি ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রাখুন সব্জি দীর্ঘদিন টাটকা রাখতে ফ্রিজে অবশ্যই এয়ার টাইট প্যাকেটে ভরে রাখবেন ডিমের খোসা যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না কলার খোসা কিংবা সব্জি ও ফলের খোসা সঠিক জায়গায় রাখুন নিয়মিত ডাস্টবিন পরিস্কার রাখুন, করোনা পরিস্থিতিতে পরিচ্ছন্নতা খুবই জরুরি চাটনি খাওয়ার অভ্যাস থাকলে একসঙ্গে বেশ কিছুটা বানিয়ে রাখতে পারেন