Image Source: Pexels

বই সঠিকভাবে যত্ন করে না রাখলে সেগুলো ভাল থাকে না।

Image Source: Pexels

শুধু ভাল বই পড়ার অভ্যাস থাকলেই হবে না, বইয়ের সঠিকভাবে যত্ন করাও প্রয়োজন।

Image Source: Pexels

কীভাবে বইয়ের দেখভাল করবেন, যত্ন নেবেন, একনজরে জেনে নিন।

Image Source: Pexels

শুয়ে শুয়ে বই না পড়াই মঙ্গলের। কারণ ভারী বাঁধানো বইয়ের ক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যায়।

Image Source: Pexels

বাড়ি পুরনো হলে বই একটু অতিরিক্ত যত্ন নিয়ে রাখতে হবে। নির্দিষ্ট সময়ান্তরে বইয়ের তাক বা র‍্যাক পরিষ্কার করতে হবে।

বইয়ের তাকে অবশ্যই ন্যাপথালিন জাতীয় জিনিস দিয়ে রাখুন। তার ফলে বইয়ের মধ্যে কখনও পোকা আসবে না।

Image Source: Pexels

সপ্তাহে অন্তত একদিন বইয়ের তাক পরিষ্কার করতে হবে। ধুলো ঝেড়ে পরিষ্কার রাখা প্রয়োজন।

Image Source: Pexels

অগোছালো করে বই না রেখে বরং সুন্দর করে গুছিয়ে রাখা প্রয়োজন। এভাবে বই রাখলে দেখতে ভাল লাগে।

Image Source: Pexels

বইয়ের মধ্যে লেখালিখি করা কিংবা দাগ দেওয়া ভাল অভ্যাস নয়।

Image Source: Pexels

বইয়ের উপর ভর দিয়ে পড়লে খুব সহজে তার বাইন্ডিং নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মোটা বাঁধাই করা বইয়ের ক্ষেত্রে।