শীতের দিনেও বাধ্য হয়ে ঠান্ডা জল ঘাঁটতে হচ্ছে। বাড়ির কাজে রেহাই নেই।
ছবি- ফ্রিপিক


Image Source: Freepik

ঘর মোছা, কাপড় কাচা, এমনকী বাসন মাজাও ঠান্ডা জলে।

আর এই কাজ করতে গিয়ে হাতের চামড়া যাচ্ছে কুঁচকে।



অনেক সময় হাতে লাল ছোপও দেখা যায়। তাই সাবধান !



ঠান্ডা জলে কাজ করলে গ্লাভস পরা অভ্যাস করে নিন।



গ্লাভস পরলে হাতে সরাসরি ঠান্ডা জল লাগবে না, চামড়া ভাল থাকবে।



বেশি পরিমাণে জল খান যাতে আপনার শরীরে আর্দ্রতা বজায় থাকে।



হাতে ময়েশ্চারাইজার মাখার অভ্যাস করুন, এতে ত্বক ভাল থাকবে।



কাজ সেরে হাত ধোয়ার ক্ষেত্রেও হ্যান্ড ওয়াশ বা সাবান যেন খুব ক্ষারকীয় না হয়।



গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত ক্রিম মাখতে পারেন হাতে।