পথ পার হওয়ার জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবহার হয়ে থাকে

নিরাপদের রাস্তা পারাপারের মাধ্যম বলা যায় একে

এত পশু থাকতে জেব্রার সঙ্গে কেন পথের এই অংশটির নামে মিল রয়েছে?

১৯৩০-এর দশকে, ইংল্যান্ডে পথচারীদের রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি পরীক্ষামূলক পদ্ধতি চালু ছিল

তখন লন্ডনের ট্রাফিক বেশ অগোছালো ছিল পথচারীদের রাস্তা পার হওয়ার কোনো উপায় কিংবা জায়গা ছিল না

এক ব্রিটিশ রাজনীতিবিদ এই ক্রসিংকে ‘জেব্রা ক্রসিং’ বলে উল্লেখ করেন সেই নাম আজও রয়ে গেছে

এই জেব্রা ক্রসিং এর বাংলা অবশ্য সব সময় জানা যায়না

জেব্রা ক্রসিংয়ের বাংলা হল পথচারী সেতু অনেক জায়গায় একে পদচারী সেতুও বলা হয়