'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে মনে আছে? তাঁর চোখ মারার ভিডিও ভাইরাল হয়ে রাতারাতি প্রচারের আলোয় এনে দিয়েছিল তাঁকে। ১৯৯৯ সালে কেরলে জন্মগ্রহণ প্রিয়ার, তাঁর পরিবারের কেউই অভিনয় করেননি কখনও। বাবা ছিলেন সরকারি চাকুরে। মালায়ালাম ছবি 'অরু আদার লাভ' -এর একটি চোখ মারার দৃশ্য রাতারাতি ভাইরাল করে দেয় প্রিয়া প্রকাশকে। কিশোর বয়সের প্রেমের একটুকরো ছবি দেখে আবেগে ভেসেছিল সোশ্যাল মিডিয়ায়, সালটা ২০১৯। এখন প্রিয়ার বয়স ২২। ২০২১ সালে তেলুগু ছবিতেও ডেবিউ করেন প্রিয়া। 'চেক' ও 'ইশক' নামক দুটি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। অভিনয় করেছেন কন্নড় ছবিতেও। শোনা গিয়েছিল বলিউডেও পা রাখতে চলেছেন প্রিয়া। ২০২৩ সালে মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'শ্রীদেবী বাংলো'। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেটিজেনদের মুগ্ধ করেন প্রিয়া। তবে জানেন কি, অভিনয়ের পাশাপাশি গান গাইতেও দক্ষ প্রিয়া, একাধিক ছবিতে প্লেব্যাকও করেছেন প্রিয়া। একবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়া জানান, তিনি মহেন্দ্র সিংহ ধোনির ফ্যান।