নীল সমুদ্রের তীরে রাজ চক্রবর্তীর বাহুলহ্না শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছুটি কাটানোর ছবি।

প্যারিসে ছুটি কাটাচ্ছেন টলিউডের দম্পতি। সঙ্গী তাঁদের একরত্তি ছেলে ছোট্ট ইউভান

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রাজ-শুভশ্রীর একাধিক সুখের মুহূর্তের ছবি।

একরত্তি ইউভানের জন্মদিনের আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ-শুভশ্রী

খুদের ২ বছরের জন্মদিন বিদেশেই উদযাপন করেছেন রাজ-শুভশ্রী।

কমলা ব্লেজার আর গোলাপি হাই নেট টপ পরেছেন শুভশ্রী। তাঁর চুল খোলা, চোখে রোদচশমা।

কেবল ঘোরা নয়, শুভশ্রী প্যারিস থেকে কেনাকাটাও করেছেন। এই ছবিটি পোস্ট করে শুভশ্রী লিখেছিলেন, 'শপিং থেরাপি'

আইফেল টাওয়ারের সামনে সাদা পোশাকে শুভশ্রী। প্যারিসে এই ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।

সাদা ফুলেল ফ্রকের সঙ্গে সাদা স্নিকার্সে শুভশ্রী ক্যাজুয়াল লুকেও স্নিগ্ধ

সুখী পরিবার, বরফের দেশে ইউভান রাজ ও শুভশ্রী।