কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। সম্প্রতি জানা যায় এই ধারাবাহিকে নতুন এক চরিত্রের আগমন ঘটবে। তাঁকে ঘিরে কোন দিকে মোড় নেবে গল্প? এক ঝলকে দেখে নেওয়া যাক 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কী চলছে। নিজের মনে ব্যাপক দোটানায় পড়েছে চাঁদ। হরিপুর গ্রামীণ ব্যাঙ্কের আয়োজিত ম্যারাথন অংশ নিয়ে বীরদর্পে সেই কথা ঘোষণা করে সে। যদিও, উত্তম ও ইন্দিরা তাকে সাবধান করে দুর্যোধন ও দুর্জয়ের পক্ষে যাওয়ার জন্য। চাঁদকে তারা বারবার অনুরোধ করে তার সিদ্ধান্তটা আরও একবার ভেবে দেখতে। এই টানাপোড়েনের মধ্যে, সোহাগ দৃঢ়ভাবে চাঁদের পাশে দাঁড়ায়। গোপনে সে চুক্তি করে যে এই বন্ধুত্ব সে গোপন রাখবে। তবে এসবের থেকেও বড় চিন্তা, যদিও, ব্যাঙ্ককর্মী হিসেবে সোহাগের অবস্থান। যার ফলে ম্যারাথনে চাঁদের অংশগ্রহণ একান্তই অন্যায্য হয়ে দাঁড়ায়। এই কঠিন পরিস্থিতিতে, কীভাবে সম্পর্ক ও আকাঙ্ক্ষার জটিলতাগুলি আঁচ করবে সোহাগ এবং সমাধান খুঁজে পাবে? 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এবার নতুন চরিত্রে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী সমতা দাস। ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ সমতাকে ধারাবাহিকে দেখা যাবে বিজয়ার চরিত্রে। নির্মাতারা জানাচ্ছেন, বিজয়া খুবই ভীতু প্রকৃতির এবং ঘরোয়া নারী। জীবনের বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে বাড়ির চার দেওয়ালের মধ্যে।