রকেট সিংহ, সেলসম্যান অফ দ্য ইয়ার - পাঞ্জাবী সেলসম্যানের চরিত্রে রণবীরের অভিনয় বুঝিয়ে দিয়েছিল তিনি লম্বা রেসের ঘোড়া।

ওয়েক আপ সিড- আবেগকে আঁকড়ে লড়াই চালানোর কাহিনীতে রণবীর নজর কেড়েছিলেন।

বরফি - মুখে কিছু না বলেও অভিনয়ে যে প্রতিপদে তিনি কথার ফুলকি ছোটান, বুঝিয়েছিলেন রণবীর।

জগ্গা জাসুস- সিনেমা হিসেবে খুব একটা সফল না হলেও অভিনেতা রণবীরের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য কাজ।

তামাশা- ইমতিয়াজ আলির সিনেমাটি ঘিরে একেবারে ভিন্ন রকমের মতামত মেলে। তবে বেদের চরিত্রে রণবীরের অভিনয়ের মুন্সিয়ানা নজরকাড়া।

জিন্দেগি না মিলেগি দোবারা- রণবীর যে সিনেমাগুলো প্রত্যাখ্যান করেছেন, তার মধ্যে সবথেকে চর্চিত চলচ্চিত্র জিন্দেগি না মিলেগি দোবারা।

রামলীলা- সঞ্জয় লীনা বনসালীর কাজে উৎসাহ দেখাননি। যে সিনেমা অন্য রণবীরের (সিংহ) কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।

গাল্লি বয়- আরও একটা সিনেমা যেটা এক রণবীর ছাড়ায় খ্যাতি কুড়ান অপর রণবীর।

দিল্লি বেলি- দিল্লি বেলির লিড রোল ছেড়েছিলেন রণবীর। যেখানে ছাপ রেখেছিলেন ইমরান খান।

২ স্টেটস- চেতন ভগতের বই নিয়ে তৈরি কাজের অফার ছেড়েছিলেন রণবীর।