অভিনেত্রী রশ্মিকা দক্ষিণের হলেও গোটা দেশজুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা অজস্র এমনকী সিনেপ্রেমীরা তাঁকে 'জাতীয় ক্রাশ' (national crush) বলেই চেনেন জনপ্রিয় তিনি আগেও ছিলেন, তবে, 'পুষ্পা' (Pushpa) ছবির পর দেশ জুড়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বলিউডের হার্টথ্রব রণবীর কপূর, তাঁর অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে 'বরফি', 'রকস্টার', 'তামাশা'র মতো ছবিতে সম্প্রতি আলিয়া ভট্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি, বিয়ের ৮ দিনের মাথায় নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা একাধিক ছবি রয়েছে রণবীর কপূরের হাতে, 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা' ও আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে বলিউডে এবার নতুন জুটি, রণবীর কপূর ও রশ্মিকা মন্দান্না জুটি বাঁধতে চলেছেন 'অ্যানিম্যাল' ছবিতে হিমাচল প্রদেশে, বরফে ঢাকা মানালির পার্বত্য এলাকায় শুরু হল ছবির শ্যুটিং এই ছবির হাত ধরেই প্রথম একসঙ্গে কাজ করবেন রণবীর কপূর ও সন্দীপ রেড্ডি সম্প্রতি 'অ্যানিম্যাল' ছবির শ্যুটিং শুরুর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে রণবীর ও রশ্মিকাকে মানালির ঐতিহ্যবাহী টুপি পরে থাকতে দেখা যাচ্ছে