আরব সাগরের তীরে একটুকরো বাঙালি পাড়া শারদ উৎসবে মাতোয়ারা তাবড় তারকারাও অনুরাগ বসু, তনুশ্রী দত্ত থেকে সুমনা চক্রবর্তীদের দেখা গেল তবে দশমীর রাতে আলাদা করে নজর কাড়লেন রানি মুখোপাধ্যায় বাঙালি পরিবারের মেয়ে রানি, দুর্গাপুজো নিয়ে বরাবরই উৎসাহী বাড়ির পুজোয় আগাগোড়াই সক্রিয় ভূমিকায় থাকেন এবার দশমীর দিন বিশেষ করে সকলের নজর কাড়লেন রানি পরনে ছিল আটপৌরে শাড়ি, হাতে শাঁখা-পলা, মাথাভক্তি সিঁদুর দেবীবরণ থেকে সিঁদুর খেলা, কিছুই বাদ দিলেন না রানি ঢাকিদের সঙ্গে বাজালেন কাঁসিও, প্রাণখোলা হাসি জিতে নিল মন