আজ বিচ্ছেদের দশমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে দেবী-বরণে অংশ নিলেন তারকারাও।



রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে সিঁদুর খেলায় হাজির হলেন অভিনেত্রী সোহিনী সরকার ও পায়েল সরকার।



ওই মণ্ডপেই হাজির হয়েছিলেন অভিনেত্রী ও যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। লাল রঙের শাড়ি পরেছিলেন তিনি। উমা বরণ করলেন তিনি।



হাজরা পার্কে দুর্গোৎসব কমিটির মণ্ডপে এদিন প্রতিমা বরণ করতে হাজির হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।



মল্লিক বাড়িতেও বিসর্জনের তোড়জোড়। ঠাকুর বরণের পর সকলের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন কোয়েল মল্লিক। লাল-সাদা শাড়িতে নজর কাড়লেন।



রবিনসন স্ট্রিটের পুজো মণ্ডপে লাল পাড় সাদা শাড়ি পরে ক্যামেরাবন্দি হলেন টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। করলেন দেবী বরণ, মাতলেন সিঁদুর খেলায়।



নিউটাউনের পুজোয় দেখা গেল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। লাল শাড়ি এবং 'নো-মেকআপ লুক'-এ দেখা গেল তাঁকে।



ত্রিধারা সম্মিলনীর পুজোয় ঢাক বাজাতে দেখা গেল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। তাঁর পাশে লাল শাড়ি পরে স্ত্রী ও অভিনেত্রী দেবলীনা কুমার।



'আরবানা'য় সিঁদুর খেলায় মাতলেন অরিন্দম শীল ও শুক্লা শীল। একই ধরনের শাড়িতে সেজেছিলেন সকল মহিলারা।



'আরবানা'র বাসিন্দা তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। এদিন সকালে বরণডালা হাতে নিয়ে মাকে বিদায় জানাতে হাজির হন।