গণপথ: ২০০ কোটি টাকায় তৈরি 'গণপথ' আয় করতে পারেনি ২০ কোটিও। বক্সঅফিসে মাত্র ১৩.৩৮ কোটির ব্য়বসা করেছিল এই ছবি।

কবজা: কন্নড় ভাষায় তৈরি এই প্য়ান ইন্ডিয়া ছবি বাজেট ছিল ১২০ কোটি টাকা। তবে বক্সঅফিসে এছবির আয় হয় মাত্র ৩০ কোটি টাকা।

সেলফি: ১০০ কোটি টাকা বাজেটের ছবি সেলফিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার,ইমরান হাসমি। এই ছবির আয় ছবি মাত্র ২৩ কোটি টাকা।

তেজস: কঙ্গনা রানাউত অভিনীত এই ছবির বাজেট ছিল ৭০ কোটি টাকা। বক্সঅফিসে মাত্র ৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয় এই ছবি।

দ্য় লেডিকিলার: এই ছবি বলিউডে ফ্লপ ছবিগুলির মধ্য়ে অন্য়তম। ৪৫ কোটি বাজেটের এই ছবি আয় করে ১ লাখ টাকা।

শেহজাদা: কার্তিক আরিয়ান ও কৃতি শ্য়ানন অভিনীত ৮৫ কোটির ছবি 'শেহজাদা' ব্য়বসা করে মাত্র ৪৩ কোটির।

পঞ্চকৃতি: ৩৩ কোটি টাকা বাজেটের এই ছবি খুব বেশি টাকা আয় করতে পারেনি।

করোনাকালে মানুষের পরিস্থিতি নিয়ে সুধীর মিশ্র বানিয়েছিলেন 'ভিড়'। ৩৫ কোটির এই ছবি ব্য়বসা করেছিল মাত্র ৩ কোটি।

কুত্তে- 'দর্শককে নিরাশ করে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। ৩৫ কোটির বাজেটের 'কুত্তে' আয় করেছিল মাত্র ৪ কোটি।

আদিপুরুষ: প্রভাস অভিনীত আদিপুরুষ তৈরিতে খরচ হয়েছিল ৫৫০ কোটি। তবে বিশ্বব্য়পী এই ছবি আয় করে ৪৫০ কোটি।