প্রায় চার বছর হল বিয়ে হয়েছে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোনের এখনও পরস্পরকে চোখে হারান তারকা দম্পতি এ বার নতুন যাত্রা শুরু করলেন, জানালেন রণবীর নিজেই এক বছর আগে ২২ কোটি দিয়ে আলিবাগে বাংলো কেনেন তাঁরা এ বার সেরে ফেললেন গৃহপ্রবেশ, তার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন রণবীর হাতে হাত রেখে নতুন বাংলোয় গৃহপ্রবেশ পুজো দীপবীরের পুজো, হোমযজ্ঞ, রীতি মেনেই গৃহপ্রবেশ সারেন তাঁরা বাংলোর দরজার হাতলে হাত রেখেও ছবি তোলেন দীপবীর সম্প্রতি ব্যান্ডস্ট্যান্টে বিলাসবহুল আবাসন কেনেন তারকা দম্পতি তাঁরা ব্যান্ডস্ট্যান্ডে থাকবেন না, আলিবাগে, তা স্পষ্ট নয়