আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে আসছে রণবীর সিংহের নতুন ছবি 'জয়েশভাই জোরদার'।

জোর কদমে চলছে প্রচার। নিজের অনন্য ঢঙে প্রচারে ব্যস্ত রণবীর সিংহ।

এদিন 'জয়েশভাই জোরদার' ছবির গান লঞ্চ করতে মুম্বই কলেজে এসে পৌঁছন রণবীর।

লাল গাড়ির বনেটে চড়ে পাপারাৎজিদের জন্য পোজ দিলেন অভিনেতা। এনার্জেটিক অভিনেতার পোজে খুশি সকলে।

'জয়েশভাই জোরদার' ছবিতে গুজরাতি ছেলের চরিত্রে অভিনয় করবেন রণবীর।

এদিন গানের লঞ্চে এসে গাড়ির বনেটে চড়েও গানের তালে কোমর দোলাতে দেখা গেল তাঁকে।

ছবির পোস্টারের মতো শিশু কোলেও পোজ দিলেন অভিনেতা।

ছবিতে রয়েছেন রণবীর সিংহ ছাড়াও বোমান ইরানি, শালিনী পাণ্ডে, রত্না পাঠক শাহ।

ছবির গল্পে পুরুষতান্ত্রিক সমাজে বাস করেন জয়েশভাই। তাঁর স্ত্রী দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভপাতের জন্য চাপ দেন বাবা-মা।

সেই সময় স্ত্রীর পাশে দাঁড়ান জয়েশভাই। এই ছবির গল্প যেমন মানুষকে ভাবায়, তেমনই মানুষকে আকর্ষণও করে।