মুক্তির অপেক্ষায় রশ্মিকা মান্দান্না ও অমিতাভ বচ্চন অভিনীত 'গুড বাই' ছবি। পারিবারিক ড্রামা ঘরানার এই ছবি ইতিমধ্যেই বেশ আলোড়ন তৈরি করেছে।

শুক্রবার সকালেই মুম্বইয়ে উপস্থিত হয়েছেন জাতীয় 'ক্রাশ' রশ্মিকা। সেখানেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী।

ধূসর টিশার্ট, জিন্স, মাথায় টুপি, মাস্কে ঢাকা মুখ। অনুরাগীদের সঙ্গে সেলফি তোলার সময় মাস্ক সরান রশ্মিকা।

এরপরে তাঁকে দেখা যায় একেবারে অন্য অবতারে। জুহুতে প্রচার সারেন নিজের আগামী ছবির।

সাদা ও গোলাপী চেক টপ, স্কার্টের সেটে নজরকাড়া অভিনেত্রী। সেই সঙ্গে গোলাপী ফ্রেমের 'ক্যাটআই' রোদচশমা।

এই মাসের শুরুতেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। একে একে মুক্তি পাচ্ছে ছবির বিভিন্ন গান।

বিকাশ বহেল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে নীনা গুপ্তা, পাভেল গুলাটি, এলি আব্রাম, সুনীল গ্রোভার, সাহিল মেহতাকে।

'গুড বাই' ছবি আত্মবিশ্লেষণের। প্রত্যেক পরিস্থিতিতে পরিবার ও উদযাপনের প্রয়োজনীয়তা বলবে এই ছবি। ভাল্লা পরিবার বলবে সেই গল্প।

এক পরিবার যারা দুর্যোগের মুহূর্তে একত্রিত হয়ে ভোরের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে, সেই গল্প বলবে এই ছবি।

একতা কপূরের প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে হাজির হবে ৭ অক্টোবরে।