১ জুলাই থেকে বদলে যাচ্ছে অনলাইনে টাকা লেনদেনের নিয়ম।

এবার থেকে গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট কার্ড ডেটা সংরক্ষণ করতে পারবে না পেমেন্ট অ্যাগ্রিগেটর, পেমেন্ট গেটওয়ে কর্তৃপক্ষ

৩০ জুনের পর থেকে অনলাইন পোর্টাল থেকে গ্রাহকের ডেবিট-ক্রেডিট কার্ডের ডেটা মুছে ফেলতে হবে বিজনেস হাউজগুলিকে

আগে এই নিয়মটি ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা ছিল। যদিও বাণিজ্য মহলের অনুরোধে RBI কার্ড টোকেনাইজেশনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানোর অনুমতি দেয়।

১ জুলাই থেকে গ্রাহককে ১৬ সংখ্যার ডেবিট-ক্রেডিট কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ, কার্ড যাচাইকরণের মান (CVV) টাইপ করতে হবে।

প্রতিবার Amazon বা Flipkart-এ কেনাকাটা করার জন্য বা Netflix, Disney+ Hotstar রিচার্জ করার জন্য প্রতিটি লেনদেনেই করতে হবে এই কাজ।

বর্তমান ডিজিটাল বিশ্বে অনলাইনে লেনদেনর দিকেই নজর পড়েছে সাইবার অপরাধীদের।

গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়।

এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন।

কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন (Token) বলা হচ্ছে।প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।