কোম্পানির সাধারণ বার্ষিক সভা থেকে এবার জিও ৫জি-র ঘোষণা করলেন মুকেশ অম্বানি।
দীপাবলির মধ্য়ে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে শুরু হয়ে যাবে দেশের দ্রুততম নেটওয়ার্ক পরিষেবা।
কেবল Jio-র কাছে 700 MHz স্পেকট্রাম রয়েছে। Jio 5G-এর কভারেজ দুর্দান্ত হবে বলে দাবি করনে মুকেশ অম্বানি।
প্রাথমিকভাবে দেশের ৪ মহানগরে 5G পরিষেবা দেওয়া হবে। পরে ছড়িয়ে দেওয়া হবে এই সার্ভিস।
চলতি বছর অক্টোবর চার শহরে জিও-র ৫জি পরিষেবা চালু হলেও ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে সারা ভারতে ৫জি পরিষেবা
গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে রিলায়েন্স জিও সাধ্যের মধ্যে ৫জি স্মার্টফোনও লঞ্চ করবে বলে জানিয়েছে।
শোনা যাচ্ছে, এয়ারটেলও অক্টোবরের মধ্যেই নাকি ভারতে ৫জি পরিষেবা চালু করবে।
তবে আগের মতো প্রথমে কিছু মাস ফ্রিতে ৫জি পরিষেবা দেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও খোলসা করেনি কোম্পানি।