আগের মতো সুদ দেয় না ব্যাঙ্ক, পোস্ট অফিস। মূল্যবৃদ্ধির থেকে মু্ক্তি পেতে এখন শেয়ার বাজারের দিকে ঝুঁকছে দেশ।
যদিও পরিকল্পনা ছাড়া বিনিয়োগের ফলে লাভের বদলে লোকসানের মুখ দেখছেন বেশিরভাগ বিনিয়োগকারী।
বাজারের ওঠা-নামার প্রবণতার বিষয়টি আগে বুঝে নিন। সেখানে সংকেত পেলেই ট্রেড করুন।
একটি আর্থিকভাবে শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ করা সবসময় একটি ভাল সিদ্ধান্ত।
এখন ফরেক্স ট্রেডারদের প্রযুক্তির যুগ এসেছে। যা ট্রেডারদের রিয়েল টাইমে মার্কেট ডেটা পেতে সাহায্য করে।
ঝুঁকি পরিচালনা করার জন্য আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে ও আপনার লাভ সুরক্ষিত করতে হবে।
যার নিচে স্টক গেলে আপনি ট্রেড থেকে সরে আসবেন। এতে কোনও কারণে আপনার স্টক নিচের দিকে পড়তে শুরু করলে অল্প ক্ষতিতেই বাজারে থেকে বেরিয়ে আসতে পারবেন।