রেপো রেট বৃদ্ধি হওয়ায় বাড়ছে ব্যাঙ্কের সুদ। তা সত্ত্বেও আশানুরূপ সুদ পাওয়া যচ্ছে না ব্যাঙ্ক থেকে।
শেয়ার বাজারে প্রভাব ফেলেছে বিশ্বের মন্দা। আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতির জেরে পড়ছে দেশের শেয়ার বাজার।
এই সময় আপনার সম্পদ সুরক্ষিত রাখতে পারে পোস্ট অফিসের এই স্কিমগুলি। এখানে বিনিয়োগ করলে পাবেন বেশি সুদের সঙ্গে সরকারি সুরক্ষা।
বর্তমানে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) বার্ষিক সুদের হার 7.1 শতাংশ, NSC-তে 6.8 শতাংশ বার্ষিক সুদ পাচ্ছেন বিনিয়োগকারীরা।
সেই কারণে পোস্ট অফিস বা সরকারি প্রকল্পে ভিড় বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা।
সবথেকে সুবিধা হয়েছে প্রবীণ নাগরিকদের। কর ছাড়ের পাশাপাশি সরকারি এই প্রকল্পগুলি থেকে ভাল সুদ পাচ্ছেন তাঁরা।
তাই আর না ভেবে সরকারি এই সুরক্ষা প্রকল্প অনায়াসে বিনিয়োগ করতে পারেন আমানতকারী। এতে শেয়ার বাজারের ভয় থাকবে না।