মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সতর্কবার্তায় ভয়ে কাঁপছে ভারতীয় শেয়ার বাজার

ফেড ব্যাঙ্কের চেয়ারম্যান জেরম পাওয়াল জানিয়েছেন, মার্কিন মুদ্রাস্ফীতি কমাতে রেপো রেটের হার অনেকটাই বাড়াবে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এরপরই শুক্রবার ধস নামে মার্কিন শেয়ার বাজারে। ডাও জোনস নেমে যায় তিন শতাংশের নিচে। ৩.৭৪ শতাংশ তলানিতে নামে ন্যাসড্যাক।

যার ফলে আতঙ্ক তৈরি হয়েছে ভারতীয় শেয়ার বাজারে। সোমবার নিফটি , সেনসেক্স 'রক্তাক্ত' হতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।

কী বলেছেন পাওয়েল ?

ফেড চেয়ারম্যান জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার কমাতে রেপো রেটের হার বৃদ্ধি জারি থাকবে। যা শুনেই ভেঙে পড়ে মার্কিন বাজার।

সবথেকে বড় চিন্তা আইটি শেয়ার নিয়ে। বাজার বিশেষজ্ঞদের ধারণা , এই স্টকগুলিতেই ধস নামার আশঙ্কা বেশি।

টিসিএস, ইনফোসিস ছাড়াও বড় কোম্পানিগুলিতেও নামতে পারে এই ধস।

তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাজারের মতো ধস নাও নামতে পারে ভারতীয় শেয়ার বাজারে। দেশে মুদ্রাস্ফীতির হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

যদিও এই নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিনিয়োগকারীরা। সোমবার গ্যাপ ডাউন ওপেনিং শুরু হতে পারে বাজারে।

সোমবার স্টপ লস ব্যবহার করতে হবে নিয়ম মেনে। অন্যথায় ভুগতে হতে পারে বিনিয়োগকারীদের।