মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সতর্কবার্তায় ভয়ে কাঁপছে ভারতীয় শেয়ার বাজার
ফেড ব্যাঙ্কের চেয়ারম্যান জেরম পাওয়াল জানিয়েছেন, মার্কিন মুদ্রাস্ফীতি কমাতে রেপো রেটের হার অনেকটাই বাড়াবে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
ফেড চেয়ারম্যান জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার কমাতে রেপো রেটের হার বৃদ্ধি জারি থাকবে। যা শুনেই ভেঙে পড়ে মার্কিন বাজার।
সবথেকে বড় চিন্তা আইটি শেয়ার নিয়ে। বাজার বিশেষজ্ঞদের ধারণা , এই স্টকগুলিতেই ধস নামার আশঙ্কা বেশি।
যদিও এই নিয়ে আশ্বস্ত হতে পারছেন না বিনিয়োগকারীরা। সোমবার গ্যাপ ডাউন ওপেনিং শুরু হতে পারে বাজারে।
সোমবার স্টপ লস ব্যবহার করতে হবে নিয়ম মেনে। অন্যথায় ভুগতে হতে পারে বিনিয়োগকারীদের।