জ্যোতিষ শাস্ত্র মতে, ঘরে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে পরিবারের সকলের সমস্যা দূর হয়। বজরঙ্গবলীকে স্মরণ করলেই সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই মনে করেন, বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা ঠিক কি না। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে কোনও ভুল তো নেই-ই, বরং গৃহস্থের কল্যাণে ঘরে রাখা দরকার হনুমানের পঞ্চমুখী ছবি। বাড়িতে হনুমানের পঞ্চমুখী ছবি রাখলে ঘরের সমস্ত সমস্যা দূর হয় পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখের আলাদা তাৎপর্য রয়েছে। এতে ভগবানের সকল মুখ ভিন্ন ভিন্ন দিকে রয়েছে। পঞ্চমুখী হনুমানজির ছবি বসানোর সময় সঠিক দিকটি মাথায় রাখা খুবই জরুরি। বাড়ির মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই স্থানে ছবি রাখলে যে কোনও ধরনের অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না।