হনুমানজির কৃপা দৃষ্টি যার উপর একবার পরে, তার জীবনে বদলে যেতে যে সময় লাগে না।



মঙ্গলবার দিনটিকে ভগবান হনুমানের উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হয়।



কাগ্র চিত্তে হনুমানজিকে স্মরণ করলে সব ধরনের বাধা দূর হয় বলে অনেকের বিশ্বাস।



কয়েকটি মন্ত্র আছে, যা পাঠ করলে, সব সঙ্কট কেটে যায়। এইসব মন্ত্র রোজও পাঠ করা যেতে পারে।



২০২৪ সালের হনুমান জয়ন্তী পালন করতে হবে ২৩ এপ্রিল। এদিন পূর্ণিমা তিথি।



ভগবান হনুমানের জন্মদিনই হল হনুমান জয়ন্তী। এদিন থেকেই শুরু করা যায় হনুমান বন্দনা।



হনুমান মন্ত্র নিয়মিত জপে দূর হয় নেতিবাচক শক্তি। ইতিবাচক শক্তি মনোবল জোগায়।



হনুমান জয়ন্তী থেকেই এই মন্ত্রটি জপ করতে শুরু করতে পারেন।



মন্ত্রটি হল- 'ওম হং হনুমতে নমঃ। ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট'



শাস্ত্রানুসারে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে পরিবারের উপর আসা সব নেগেটিভ শক্তির দূরে সরে যায়।



ফলে কোনও ধরনের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা হ্রাস পায়।