এ এক অদ্ভুত হোলি খেলার রীতি ! মেয়েদের হাতে লাঠির মার খান পুরুষেরা। মথুরার ব্রজধামে এটাই পবিত্র হোলি উৎসবের ধারা। বৃন্দাবনবাসীদের এই উৎসবকে বলে লাঠমার হোলি। মথুরার কাছে বারসনা ও নন্দগাঁওতে এই হোলি পালিত হয়। হোলির আগে পুরুষেরা মাথায় পাগড়ি আর মোটা ঢাল নিয়ে থাকেন। মেয়েরা মোটা লাঠি নিয়ে আঘাত করেন তাতে। শ্রীকৃষ্ণ বারসনায় রাধার সঙ্গে দেখা করতে গিয়ে নাকি মার খেয়েছিলেন। মহিলাদের সেই লাঠির মার আজও এই রীতিতে বহমান। বারসনায় রাধার মন্দির চত্বরে লাঠমার হোলি জাঁকজমক করে পালিত হয়।