এ এক অদ্ভুত হোলি খেলার রীতি !
ABP Ananda

এ এক অদ্ভুত হোলি খেলার রীতি !



মেয়েদের হাতে লাঠির মার খান পুরুষেরা।
ABP Ananda

মেয়েদের হাতে লাঠির মার খান পুরুষেরা।



মথুরার ব্রজধামে এটাই পবিত্র হোলি উৎসবের ধারা।
ABP Ananda

মথুরার ব্রজধামে এটাই পবিত্র হোলি উৎসবের ধারা।



বৃন্দাবনবাসীদের এই উৎসবকে বলে লাঠমার হোলি।
ABP Ananda

বৃন্দাবনবাসীদের এই উৎসবকে বলে লাঠমার হোলি।



ABP Ananda

মথুরার কাছে বারসনা ও নন্দগাঁওতে এই হোলি পালিত হয়।



ABP Ananda

হোলির আগে পুরুষেরা মাথায় পাগড়ি আর মোটা ঢাল নিয়ে থাকেন।



ABP Ananda

মেয়েরা মোটা লাঠি নিয়ে আঘাত করেন তাতে।



ABP Ananda

শ্রীকৃষ্ণ বারসনায় রাধার সঙ্গে দেখা করতে গিয়ে নাকি মার খেয়েছিলেন।



ABP Ananda

মহিলাদের সেই লাঠির মার আজও এই রীতিতে বহমান।



ABP Ananda

বারসনায় রাধার মন্দির চত্বরে লাঠমার হোলি জাঁকজমক করে পালিত হয়।