হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম।



তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ বলে মনে করা হয়



যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে বলে বিশ্বাস।



যে বাড়িতে নিয়মিত তুলসী গাছের পুজো করা হয় সেখানে লক্ষ্মীর আশীর্বাদ থাকে।



তুলসী পাতা পুজোর কাজে লাগে। তুলসী পাতা ভুল সময়ে তুললে অশুভ ফল হতে পারে বলে বিশ্বাস।



তুলসী পাতা তোলার আগে সর্বদা তুলসী দেবীর কাছ থেকে প্রতীকী অনুমতি নেওয়া উচিত।



আপনার সত্যিই প্রয়োজন হলেই তুলসী পাতা তুলুন, নইলে নয় !



শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ও একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত নয়।



রবিবার এবং সূর্যাস্তের পরে তুলসী পাতা ছিঁড়ে ফেলা খুবই অশুভ বলে মনে করা হয়।



তুলসী গাছ সবসময় উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে লাগালে সুখ ও সমৃদ্ধি আসে।