বজরং বাণ হিন্দু ধর্মের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। কারণ বজরং বাণ মানুষকে শক্তি দেয়।



হনুমান চালিশা পাঠে যেমন শক্তি ও ভক্তি, তেমনই বজরং বাণ মানুষের শক্তির উৎস।



মনে করা হয়, বজরং বাণ পাঠে রাশিতে মঙ্গলের দোষ কাটে।



বজরং বাণ পাঠে শাপ মুক্তি হয়। শত্রুভয় কাচে। রোগ থেকে মুক্তি ঘটে।



বজরং বাণের প্রতিটি শব্দের মধ্যে রয়েছে অনন্য শক্তি।



মঙ্গলবার বজরং বাণ পাঠ করলে বেশ কিছু অমূল্য উপকার পাওয়া যায়।



বাড়িতে হনুমানজির মূর্তি স্থাপন করুন। কুশের আসনে বসে বজরং বাণের সংকল্প করতে হয়।



এরপর হনুমানজিকে ধূপ, প্রদীপ ও ফুল অর্পণ করে, পুজো করতে হয়।



রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে বজরং বাণ পাঠে বিশেষ উপকার।



পাঠের সময় শব্দের উচ্চারণে মনোযোগ দিন। লাড্ডু নিবেদন করুন নৈবেদ্য হিসেবে।



কমপক্ষে ৪১ দিন বজরং বাণ পাঠ করুন। এই পাঠের সময় কালো রঙের পোশাক পরা উচিত নয়।



Thanks for Reading. UP NEXT

এ বছর নীল ষষ্ঠী কবে ? কী নিয়ম ব্রতপালনের?

View next story