বাগদেবী সরস্বতী নয়, শিবের হাতে ধরা বীণা!

এমনই অদ্ভূত দর্শন এক শিবমূর্তি রয়েছে হুগলির সিঙ্গুরের বড়া গ্রামে

শিবরাত্রিতে ধুমধামের সঙ্গে পূজিত হচ্ছেন মহাদেব

শিবের হাতে ধরা বীণাকে বলা হয় রুদ্রবীণা

পুরাণ মতে, দেবী পার্বতীর রূপে মুগ্ধ হয়ে রুদ্রবীণা তৈরি করেছিলেন স্বয়ং মহাদেব

কারও মতে রাক্ষসরাজ রাবণ ছিলেন শিবের উপাসক, আরাধ্য দেবতাকে খুশি করতে বানিয়েছিলেন রুদ্রবীণা

প্রায় ১০০ বছর আগে বড়া পুলিশ ফাঁড়ির এক আধিকারিককে মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ দেন ভগবান শিব


পরের দিন পাশের পুকুর থেকে উঠে এসেছিল শিবমূর্তি, হাতে বীণা



মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, পরে সংস্কার হয় এক মুসলিম পুলিশ আধিকারিকের উদ্যোগে


এবারও ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে শিবরাত্রি (ছবি ও তথ্য - সন্দীপ সরকার)