হিন্দু শাস্ত্র অনুসারে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়
এবার এই উৎসব পালিত হবে আগামী ৮ মার্চ শুক্রবার


মহাশিবরাত্রির বিশেষ উপলক্ষ্যে তৈরি হচ্ছে নানা শুভ অনুষ্ঠান শিব যোগ, সিদ্ধ যোগ, গজকেশরী যোগ, ধন যোগ এবং সর্বার্থ সিদ্ধির মতো শুভ যোগ হচ্ছে

জ্যোতিষশাস্ত্রে এই শুভ যোগগুলির জন্য কিছু বিশেষ প্রতিকারের কথা বলা হয়েছে এই প্রতিকারগুলি করলে সমস্ত ঝামেলা দূর হয়

মহাশিবরাত্রিতে শিব মন্দিরে যাওয়া এবং আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা ঘি প্রদীপ জ্বালানো শুভ ফল বয়ে আনে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য মহাশিবরাত্রির দিনটি খুবই বিশেষ

এই দিনে দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শিবের কৃপায় ব্যক্তি জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়

শিবের পুজো করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ করুন এটি দুঃখ এবং দারিদ্র্য দূর করে এবং কর্মজীবনে উন্নতির জন্য শুভ সুযোগ তৈরি করে

এই প্রতিকার করলে পাপ ও কষ্ট দূর হয় এবং সুখ বৃদ্ধি পায়

Thanks for Reading. UP NEXT

কীভাবে হনুমান চালিশা পাঠে কেটে যাবে সব সঙ্কট

View next story