বাংলা বছরের শেষ ষষ্ঠী ব্রত হল নীল ষষ্ঠী। চড়কের আগের দিন পালন হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় এই ব্রত। নীল ষষ্ঠীর রীতিনীতি পালন করেন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় পালিত হয় এই ব্রত। মা- ষষ্ঠীর পুজোর পাশাপাশি নিবেদন করা হয় মহাদেবকে। কন্যা-পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন। এই পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। ছাড়া এদিন শিবকে ৫ ফল নিবেদন করার রীতি আছে। এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল।