বেশিরভাগ মহিলা টাকা ও সম্পদ দেখে আকৃষ্ট হন। তাই পুরুষের সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এই বিষযটি মাথায় রাখতে হবে। (ছবি এবিপি নিউজ)
বিয়ে করার আগে মেয়ের পরিবারের ব্যাকগ্রাউন্ড দেখে নেওয়া উচিত পুরুষের। না হলে সংসারে অশান্তি হবে। (ছবি এবিপি নিউজ)
বিয়ের বিষয়ে তাহাহুড়ো না করে ভালো করে খোঁজখবর নিতে হবে। না হলে সারাজীবন করতে হবে আফসোস। (ছবি এবিপি নিউজ)
চাণক্যর মতে একজন নারী পুরুষের থেকে চারগুণ বেশি নির্লজ্জ হন। সাহস থাকে ৬ গুণ আর আবেগের শক্তি হয় আটগুণ। (ছবি এবিপি নিউজ)
পুরুষের থেকে প্রতারণা বা ঝগড়া বহুগুণে এগিয়ে মহিলারা। তাই তাঁদের সঙ্গে ঝগড়া করার আগে হাজারবার ভাবা উচিত।(ছবি এবিপি নিউজ)
চাণক্যের মতে একজন মহিলা যদি পতিব্রতা হন তাহলে বদলে দিতে পারেন একজন পুরুষের জীবন। (ছবি এবিপি নিউজ)
লজ্জাকে মহিলাদের অলঙ্কার বলে মনে করা হয়। (ছবি এবিপি নিউজ)
ধার্মিক, চালাক, বিশ্বস্ত, প্রেমময় ও স্বামীর প্রতি সত্যবাদী মহিলাকে আদর্শ নারী হিসেবে উল্লেখ করেছেন চাণক্য। (ছবি এবিপি নিউজ)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি এবিপি নিউজ)