শনিদেবের বাহন হিসেবে শাস্ত্র কাক, কুকুর, হাতি ও সিংহের মতো প্রাণীদের দেখা যায়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



শনিদেবের বাহন হিসেবে সাধারণত কালো কাকের কথা আমরা জানি। এছাড়াও তাঁর ৯টি বাহনের কথা উল্লেখ করেছে শাস্ত্র। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



তাঁর সব বাহনের মধ্যে রাজহাঁস সবথেকে শুভ। যার জন্মছকে তিনি রাজহাঁসে সওয়ার হন তাঁর প্রচুর উন্নতি হয়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



শনির বাহন শেয়াল হলে তা অশুভ সময়ের ইঙ্গিত দেয়। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



মহিষ সওয়ার হওয়া শনিদেব মিশ্রফল প্রধান করেন। তবে কঠোর পরিশ্রম ও চেষ্টায় জাতক শুভ ফল পান। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



কালো কাকে সওয়ার শনিদেব পরিবারে অশান্তি নিয়ে আসেন। মাথা ঠাণ্ডা রেখে এই পরিস্থিতি মোকাবিলা করতে হয়। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



হাতির ভূমিকা শনির বাহন হিসেবে শুভফলদায়ী। এর ফলে জাতকের জীবনে নানা ভালো ঘটনা ঘটে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



পশুরাজ সিংহ শনিদেবের বাহন হলে জাকত শত্রুকে পরাজিত করে জয়ী হন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



বাহন হিসেবে গাধার প্রভাব অশুভ। জাতকের সাফল্য লাভ অত্যন্ত কঠিন হয়।



কুকুর ও শকুনের পিঠে সওয়ার শনি দেবতার প্রভাব অত্যন্ত অশুভ। জাতক নানা অসুখে আক্রান্ত হন। বড় আর্থিক হয়।



কুকুর ও শকুনের পিঠে সওয়ার শনি দেবতার প্রভাব অত্যন্ত অশুভ। জাতক নানা অসুখে আক্রান্ত হন। আর্থিক ক্ষতি হয়।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।