প্রতিদিন সকালে স্নানের পর ও সূর্যাস্তের সময় সূর্যকে প্রণাম করুন। শুভ ফল পাবেন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



সূর্য প্রণামের ফলে মন ও শরীরে ইতিবাচক শক্তি তৈরি হয়। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



সূর্যের রশ্মিতে পাওয়া যায় উদ্যমও। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



নিয়মিত সূর্য প্রণামে স্বাস্থ্য, সম্পদ ও বুদ্ধি বাড়ে। সফল হওয়া যায়। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



সূর্যপুজোয় তামার থালা ও পাত্র ব্যবহারের নিদান দিয়েছেন জ্যোতিষীরা। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



সূর্যদেবকে লাল ফুল ও লাল চন্দন নিবেদন করুন পুজোর সময়। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



সূর্য মন্ত্র জপ করে তাঁকে জল অর্পণ করুন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



যখন তাঁকে অর্ঘ্য উৎসর্গ করবেন তখন জলের স্রোতের দিকে দৃষ্টি রাখুন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



অর্ঘ্য অর্পণের সময় হাত এমনভাবে রাখুন যাতে জলের স্রোতে সূর্যের প্রতিচ্ছবি দেখতে পান। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



সূর্যদেবকে অর্পণ করা জল কখনও তুলসী গাছে দেবেন না। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



Thanks for Reading. UP NEXT

শনিদেবের কয়টি বাহন, জীবনে তাদের প্রভাব কী

View next story