মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে স্নানের পর ধ্যান করুন। তারপর অশ্বথ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)



এই কাজের পর পূর্ব দিয়ে মুখ করে হাতে তুলসীর মালা নিয়ে অত্যন্ত ১১ বার রামের নাম জপ করতে হবে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



প্রতি মঙ্গলবার এই দুটি কাজ করলে প্রসন্ন হন ভগবান হনুমান। কাজে আসে সফলতা। (ছবি সৌজন্য- পিটিআই)



মঙ্গলবার মন্দিরে গিয়ে হনুমানজিকে জুঁই তেল ও সিঁদুর অর্পণ করুন। এর ফলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। (ছবি সৌজন্য- পিটিআই)



হনুমান যন্ত্র মঙ্গলবার বাড়িতে পুজোর জায়গায় স্থাপন করুন। পূরণ হবে সব ইচ্ছা। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



হনুমান মন্দিরে গিয়ে মঙ্গলবার ঘি-এর প্রদীপ জ্বালান। হনুমান চালিসা ও বজরং মন্ত্র পাঠ করুন। সমস্যার সমাধান হবে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



মঙ্গলবার সন্ধ্যায় সুগন্ধি ও গোলাপের মালা অর্পণ করলে হনুমানজি খুশি হন। (ছবি সৌজন্য-পিটিআই)



শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পেতে মঙ্গলবার হনুমানজির পুজো অত্যন্ত কার্যকরী। (ছবি সৌজন্য-পিটিআই)



ব্যক্তিগত জীবনে সংযম পালন করলে খুব সহজেই মেলে বজরঙ্গবলীর আশীর্বাদ। (ছবি সৌজন্য-এবিপি)



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

সূর্যের আরাধনায় বদলে যাবে ভাগ্য, পালন করতে হবে কী কী নিয়ম

View next story