চাণক্যের মতে শ্রীকৃষ্ণ যেমন ছিলেন তেমনি হয় সত্যিকারের বন্ধু। যে কখনই আপনার সঙ্গ ছাড়ে না।



সুবিধাবাদী বন্ধু হলেই আপনাকে বিপদে পড়তে দেখে সবার প্রথমে পালিয়ে যাবে।



কারও সঙ্গে বন্ধুত্ব করার আগে দেখে নিন তিনি পরের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন।



কোনও ব্যক্তি যদি নিজের ছাড়া অন্যের উপকারে না আসে তাকে এড়িয়ে চলাই ভালো।



যাদের ইগো বেশি তাদের সঙ্গে বন্ধু করতে বারণ করেছেন চাণক্য। এরা কোনওদিন ভালো বন্ধু হতে পারেন না বলেও পরামর্শ তাঁর।



খুব রাগী বা লোভী বন্ধুর সঙ্গে থাকা মানে ঘরে বিষাক্ত সাপ নিয়ে বসবাস করার সামিল। এদের এড়িয়ে চলুন।



বন্ধুত্ব করতে গেলে ধর্ম বা জাতি নয় দেখুন তাঁদের চরিত্র আর কাজ।



যে আপনার মর্ম বোঝে না তাকে এড়িয়ে যে বোঝে বন্ধুত্ব করুন তাঁর সঙ্গেই।



Thanks for Reading. UP NEXT

দুঃখ-কষ্ট ভুলিয়ে সাফল্য এনে দেবে গীতার ৫ উপদেশ

View next story