কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের উপদেশই গীতার সার। জীবনের সুখ-দুঃখ, হতাশা-ব্যর্থতা, সাফল্য সব কিছুর উত্তর আছে এখানে। গীতার উপদেশ জীবন বদলে দিতে পারে আপনার। গীতার কিছু শ্লোক মেনে চললে জীবনে সাফল্য পাওয়া যায়। একটি শ্লোকে বলছে, 'কাজে সফল হতে হলে ক্রোধ ত্যাগ করতে হবে'। যে ব্যক্তি সন্দেহপ্রবণ, সে কখনও সুখী হতে পারে না। গীতায় লিখছে আসক্তি দূর করতে হবে সাফল্যের জন্য। মন থেকে ভয় দূর করতে হবে সফলতার জন্য। সর্বোপরি, ফলের আশা না করেই কাজ করলে মিলবে সাফল্য। গীতায় লিখেছে, 'কর্মে তোমার অধিকার, ফলে নয়। তাই ফলের আশা করে কর্ম কোরো না।'