কোনও মানুষই জন্ম থেকে মহান হন না। যে কোনও ভালো কাজই মহান করবেন আপনাকে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



প্রকাশ্যে কোনও মানুষকে অপমান করতে নিষেধ করেছেন চাণক্য। কারণ যাঁকে অপমান করছেন তিনি সুযোগ পেলেই প্রতিশোধ নেবেন। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



শুধু নিজের নয় অন্যের ভুল থেকেও শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এতে সময়ের অপচয় হয় না। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



চাণক্যের মতে সংগ্রাম হল জীবনের আরেক নাম। সংগ্রাম করলে জীবনে পরিবর্তন আসতে বাধ্য। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



সবসময় শেখার মনোভাব রাখতে হবে। শেখার অভ্যেসই অন্যদের থেকে আপনাকে আলাদা করবে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



কোনও কিছুতেই ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন চাণক্য। সাহসের সঙ্গে ভয়ের মুখোমুখি হলেই আসবে সফলতা। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



তাড়াহুড়ো না করে চিন্তা করে কাজ করুন। দরকারে কথা বলুন অভিজ্ঞ কারোর সঙ্গে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



অতীতের ঘটনা নিয়ে দুঃখ না করে শিক্ষা নিন। তাহলেই এগিয়ে যেতে পারবেন সামনের দিকে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



অর্থ সঞ্চয়ের উপর জোর দিয়েছেন চাণক্য। যাতে দরকারের সময়ে তা কাজে আসে। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



কোন বন্ধুকেই সম্পূর্ণ বিশ্বাস করতে বারণ করেছেন চাণক্য। খারাপ সময়ে যিনি পাশে থাকেন তাঁদের সঙ্গই কাম্য বলে মত তাঁর। (ছবি সৌজন্য-এবিপি লাইভ) তথ্যসূত্র- এবিপি নিউজ



Thanks for Reading. UP NEXT

বুদ্ধ পূর্ণিমায় রইল গৌতম বুদ্ধের জীবন বদলে দেওয়া বাণী

View next story