যারা মিথ্যা কথা বলে এবং খারাপ সময়ে যারা পাশে থাকে না তাদের কখনো ভরসা করবেন না

হিংস্র পশুদের কথা মাথায় রেখেই চাণক্য এ কথা বলেছেন

তাঁর মতে, বড় শিং ও নখওয়ালা প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখাই ভাল

কারণ কখন তাদের মেজাজ খারাপ হবে তা কেউ জানে না

বড় নখওয়ালা পশু যেমন- বাঘ, ভাল্লুকের ওপর ভরসা করার প্রশ্নই ওঠে না। এরা যে কোনও সময় হামলা চালাতে পারে

চাণক্য বলছেন, শুধু পশু নয়, কিছু মানুষের থেকেও সাবধান হন। এরা সামনে মিষ্টি কথা বলে, কিন্তু পিছনে খারাপ কথা বলে

চাণক্য বলছেন, এইসব মানুষ কখনোই কারও সঙ্গে থাকেন না

চাণক্যর মতে, লোভী, স্বার্থপর ও অহঙ্কারীদের সঙ্গে বুঝেশুনে বন্ধুত্ব করা উচিত। এরা নিজেদের লাভের জন্য অন্যকে ব্যবহার করতে পারে

এর পাশাপাশি, যারা মিথ্যা কথা বলে এবং দুঃখের সময়ে পাশে থাকে না, তাদের ভুল করেও ভরসা করবে না

ডিসক্লেমার:ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। ধর্ম সম্পর্কিত সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না

Thanks for Reading. UP NEXT

হিন্দুদর্শনের প্রবণতা ধ্বংস করা নয়..ধর্ম নিয়ে স্বামীজীর দর্শন কী ছিল

View next story