প্রতি বৃহস্পতিবার বাঙালি পরিবারে লক্ষ্মী পুজোর রীতি রয়েছে। সঠিক নিয়মে কীভাবে লক্ষ্মীর পুজো করা দরকার, তা নিয়ে বিশেষজ্ঞদের কিছু মত আছে। কিছু মত পণ্ডিতবর্গের, কিছু আবার প্রচলিত প্রথা । মনে করা হয়, বৃহস্পতিবার উপবাসে থেকে লক্ষ্মী পুজো গৃহে সমৃদ্ধি আসে। তবে উপোসের বিষয়ে নানা মুনির নানা মত। বাংলায় লক্ষ্মীপুজো নিয়ে কিছু প্রচলিত ধারণা আছে। যেমন লক্ষ্মীপুজোয় আওয়াজ করা শুভ নয়। লক্ষ্মীপুজোয় ঘন্টা বাজানোর রীতি নেই। কাঁসরও বাজানো হয় না। নারায়ণের প্রিয় হলেও মা লক্ষ্মীকে তুলসি পাতা নিবেদন করা ঠিক নয় বলে অনেকে মনে করেন। লক্ষ্মীপুজোর সময় নারায়ণের পায়ে তুলসি পাতা দিতেই হবে। লক্ষ্মীর পাঁচালী পড়াও শুভ। লক্ষ্মীদেবীর অষ্টোত্তর শতনাম জপ করাও শুভ।