চাণক্য নীতিতে ধন, কেরিয়ার নিয়ে সব ধরনের সমস্যার সমাধান বলা আছে চাণক্যর নীতি মানলে কেরিয়ারে একজন ব্যক্তিকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে চাণক্য বলেছেন, উন্নতি করতে হলে নিজের লক্ষ্য অর্জনের জন্য তৈরি পরিকল্পনা সকলের সামনে আনলে চলবে না নিজের গোপন পরিকল্পনা অন্য কাউকে জানালে সফল হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে অতীতে আপনি যে ভুল করেছেন, তা থেকে শিক্ষা নিন। কিন্তু, বারবার তা আওড়াবেন না নিজের দুর্বলতা অন্য কাউকে জানালে আপনার উন্নতির পথে বাধা আসতে পারে অন্য কেউ এর সুযোগ নিয়ে আপনার কাজে বাধা তৈরি করতে পারেন সাফল্যের দৌড়ে জিততে হলে, আলস্যকে ধারেকাছে ঘেঁষতে দেবেন না এই নীতিগুলি মেনে চললে উন্নতি বাধা চাণক্য-নীতি জীবনের আরও নানা দিশা দেখায়