আগামী বছর দুর্গাপুজো কবে, কবেই বা পাওয়া যাবে পুজোর ছুটি , তার খোঁজখবর শুরু হয়ে যায় বহু আগে থেকেই



আগামী ২০২৫ সালে দুর্গাপুজো শুরু হচ্ছে একটু আগে থেকেই। তাই আগামী বছর রথের পরপরই শুরু করে দিতে হবে প্রস্তুতি।



এখন তো দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে যায় মহালয়া থেকেই। তাই মানুষের আগ্রহও বেশি।



২০২৫ সালে পুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরে। এবছর দুর্গাপুজো ছিল অক্টোবরে।



ক্যালেন্ডার বলছে, ২০২৫ সালে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হচ্ছে ২১ সেপ্টেম্বরে। এইদিন মহালয়া।



এরপর দেবীর বোধন। ষষ্ঠী পড়ছে ২৮ সেপ্টেম্বর।



মায়ের পুজো শুরু সপ্তমীতে। সপ্তমী ২৯ সেপ্টেম্বর।



মায়ের অষ্টমী পুজো, সন্ধিপুজো ঠিক তার পরেরদিন। অষ্টমী ৩০ সেপ্টেম্বর।



নবমী ১ অক্টোবর। বিজয়া দশমী ২ অক্টোবর।



এরপর আবার ১ বছরের অপেক্ষা। ২০২৫ সালে লক্ষ্মীপুজো হবে ৬ অক্টোবর।