মানুষ শান্তির জন্য ছুটে বেড়ায় সর্বত্র । গৃহে অশান্তি দূর করতে অনেকেই জগন্নাথদেবের শরণ নেন।



শুধু রথযাত্রা নয়, সারা বছরই জগন্নাথ দেবের আরাধনা ম্যাজিকের মতো কাজ করে।



সাংসারিক অশান্তি, নেতিবাচকতা দূর করতে নীলমাধবের আরাধনা অত্যন্ত কার্যকর।



জগন্নাথের প্রিয়. রং হলুদ। তাঁকে বাড়িতেও হলুদ কাপড়েই স্থাপন করুন।



জগন্নাথ দেবের পছন্দ তুলসি পাতা। তুলসির মালায় বরণ করুন জগন্নাথকে।



জগন্নাথ দেবের মূর্তি বা ছবিতে ১০৮ তুলসির মালা অর্পণ করুন।



ছেঁড়া তুলসি বা ফুটো তুলসি পাতা নয়, অক্ষত তুলসিতে চন্দনের ফোঁটা দিন।



১০৮ টি এমন তুলসিকে সুতো দিয়ে বেঁধে বেঁধে তৈরি করুন মালা, গেঁথে নয় !



জগন্নাথ দেবকে ১১ টি কড়ি দিয়েও পুজো করলে তিনি সন্তুষ্ট হন বলে ধারণা।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই।