লক্ষ্মীদেবীর চিহ্ন ধান। ঘরে ঘরে তাই ধান রাখা হয় ঠাকুর ঘরে।



ধানের পুজো করলে, অন্নকে যত্ন করলে খুশি হন দেব দেবী।



তবে যে ধান ঠাকুরকে নিবেদন করা হয়, তা অক্ষত হওয়া জরুরি



যে কোন মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবার মা লক্ষ্মীকে ধান অর্পণ করতে পারেন।



মুঠো ভরা ধান নিয়ে তার উপর লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করুন।



সেই মূর্তি ১ মাস পুজো করুন, পরে শুক্লপক্ষের প্রথম শুক্রবার পর্যন্ত।



এদিন আবার চাল বদলে দিন। আর পুরনো চালটা কী করবেন?



বাকি চাল পাখিদের খাওয়াতে পারেন। বা ভাঁড়ার ঘরে সযত্নে রাখতে পারেন।



এছাড়া শুক্লপক্ষের প্রতিপদে ঠাকুরঘরে লক্ষ্মীর মূর্তির সামনে পাঁচটি চাল অর্পণ করুন



এই সব উপায় অনুসরণ করলে মনে করা হয় অভাব দূর হয়। ঘরে থিতু হন লক্ষ্মী।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই