বৃহস্পতিবার, ৩১ অক্টোবর দীপাবলি পর্ব

এই দিনে এমন অনেক জিনিস আছে যেগুলো দেখা শুভ বলে মনে করা হয়

দীপাবলির দিনে যদি ঘরে টিকটিকি দেখতে পান, তাহলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়

টিকটিকি দেখতে পাওয়া এই বিষয়টির ইঙ্গিত দেয় যে, আপনার আগামী সময়টায় অর্থের অভাব হবে না

দীপাবলির রাতে যদি পেঁচার দর্শন পান, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়

পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলা হয়

তাই দীপাবলির রাতে পেঁচা দেখতে পাওয়ার অর্থ মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন

দীপাবলির দিন ছুঁচো দেখতে পাওয়াও খুবই শুভ বলে মনে করা হয়

তাই দীপবলির সংযোগে এইসব দেখতে পাওয়া শুভ লক্ষণ বলে মনে করা হয়

এর অর্থ মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সদা বর্ষিত হবে