শারদীয়া নবরাত্রি শুরু হবে ৩ অক্টোবর ২০২৪ থেকে, অর্থাৎ সেদিন প্রতিপদ । এই উদযাপন শেষ হবে ১২ অক্টোবর দশমীতে, যা দশেরা নামেও পরিচিত। চলতি বছরে মহালয়া পড়েছে ২ অক্টোবর, বুধবার। তারপরদিন থেকেই নবরাত্রি পালন শুরু ৩ অক্টোবর প্রতিপদে ঘটস্থাপনা, মা শৈলপুত্রীর পুজো। তারপর দিন দ্বিতীয়ায় পূজিতা মা ব্রহ্মচারিণী ৫ অক্টোবর তৃতীয়ায় মা চন্দ্রঘন্টার পুজো। এরপর চতুর্থী, পঞ্চমীতে পূজিতা হন মা কুষ্মাণ্ডা, মা স্কন্দমাতা ৯ অক্টোবর ষষ্ঠীতে মা কাত্যায়নী, সপ্তমীতে মা কালরাত্রি, অষ্টমীতে মহাগৌরীর পুজো। ১২ অক্টোবর মহানবমীতে মা সিদ্ধিদাত্রীর পুজো। বিজয়াদশমী বা দশেরা পরদিন। মা দুর্গা প্রতিমার বিসর্জন।