ভক্তিভরে বড়ঠাকুরের পুজো করলে আর ন্যায়ের পথে থাকলে তাঁর আশীর্বাদ সদা বর্ষিত হয়। এই বিশ্বাস ভক্তদের।

Image Source: ABP LIVE AI

প্রতি শনিবার সাধারণত বড় করে পূজিত হন বড়ঠাকুর। নানা উপাচারে তাঁর পুজো দিয়ে থাকেন ভক্তরা।

Image Source: Canva AI

কোন কোন ফুলে শনিদেব তুষ্ট হন বলে ভক্তরা বিশ্বাস করেন, চলুন দেখে নেওয়া যাক।

Image Source: Canva AI

মানা হয়, আকন্দ ফুলে তুষ্ট হন বড়ঠাকুর। তাই পুজো দিতে যাওয়ার সময় আকন্দ ফুল সাজিতে রাখেন ভক্তরা।

Image Source: Pixabay

বিশ্বাস, আকন্দ ফুল সহযোগে ভক্তিভরে শনিদেবের পূজা করলে সাড়ে সাতি বা ঢাইয়ার কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

Image Source: Pixabay

নীল অপরাজিতা ফুলেও শনিদেব তুষ্ট হন বলে বিশ্বাস।

শনিবার পুজো করার সময় ৫, ৭ বা ১১টি অপরাজিতা ফুলে তাঁর পুজো করুন।

Image Source: Pixabay

তাই আকন্দ আর অপরাজিতা ফুল বেশি করে ভক্তরা ব্যবহার করে থাকেন শনিদেবের পুজোয়।

Image Source: Pixabay

কেউ কেউ মনে করেন এবং বিশ্বাস করেন, লাল রংয়ের ফুল তাঁর পুজোয় ব্যবহার করলে ভগবান শনি অপ্রসন্ন হন।

Image Source: ABP LIVE AI

এছাড়াও অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে বড়ঠাকুর তুষ্ট হন বলে বিশ্বাস।

Image Source: ABP LIVE AI

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Image Source: PTI