মহাদেবের কৃপা পেতে মেষ রাশির জাতকরা গঙ্গাজলে মধু বা চন্দন মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। সুফল পাবেন।

বৃষ রাশির জাতকরা কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক করলে জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

গঙ্গাজলে বেলপাতা দিয়ে শিবের অভিষেক করলে সৌভাগ্য আসবে মিথুন রাশির জাতকদের জীবনে।

কর্কট রাশির জাতকরা বিশুদ্ধ ঘি দিয়ে শিবের অভিষেক করুন। জীবনে ইতিবাচক পরিবর্তন হবে।

মনের ইচ্ছা পূরণ করতে চাইলে আখের রস দিয়ে মহাদেবের অভিষেক করতে হবে সিংহ রাশির জাতকদের। (ছবি সৌজন্য- পিটিআই)

গঙ্গাজলে পানের পাতা বা দূর্বা ঘাস মিশিয়ে অভিষেক করলে শিবের কৃপা বর্ষিত হবে কন্যা রাশির জাতকদের ওপর।(ছবি সৌজন্য -পিটিআই)

পঞ্চামৃত দিয়ে মহাদেবের অভিষেক করলে শুক্রগ্রহ মজবুত হবে তুলা রাশির জাতকদের জীবনে।(ছবি সৌজন্য-এবিপি লাইভ)

সোমবার গঙ্গাজলে মধু মিশিয়ে অভিষেক করুন শিবের। সুফল পাবেন বৃশ্চিক রাশির জাতকরা।(ছবি সৌজন্য- পিটিআই)

গরুর কাঁচা দুধ দিয়ে দেবাদিদেবের অভিষেক করলে লাভবান হবেন ধনু রাশির জাতকরা।(ছবি সৌজন্য-পিটিআই)

গঙ্গাজলে কালো তিল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন মকর রাশির মানুষরা।(ছবি সৌজন্য-পিটিআই)

ডাবের জল দিয়ে অভিষেক করলে কুম্ভ রাশির জাতকদের ওপর সন্তুষ্ট হন মহাদেব।

বিয়ের বাধা দূর করতে দুধে জাফরান দিয়ে মীন রাশির জাতকরা যদি শিবের অভিষেক করেন। তাহলে সমস্ত বাধা দূর হবে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।