প্রতি বছর ভাদ্রের অষ্টমী তিথিতে কৃষ্ণভক্তরা সারাদিন উপোস করে মাঝ রাতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করেন। (ছবি-সৌজন্য-এবিপি লাইভ)

কৃষ্ণের জন্মদিনে তাঁর বাল্য় কালের গোপাল রূপের পুজো করা হয়।(ছবি-সৌজন্য-এবিপি লাইভ)

কৃষ্ণ পুজোর শুভ মুহূর্ত হল ২৬ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে।(ছবি-সৌজন্য-এবিপি নিউজ)

ধর্মীয় বিশ্বাস, জন্মাষ্টমীতে বাল গোপাল বা লাড্ডু গোপালের পুজো করে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়।(ছবি-সৌজন্য-এবিপি নিউজ)

২০২৪ সালে জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ২৬ অগাস্ট ভোর ৩ টে ১২ মিনিটে। চলবে ২৭ অগাস্ট ভোর ৪টে ১৬ মিনিটে।(ছবি-সৌজন্য-এবিপি নিউজ)

এই বছর কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে ২৬ অগাস্ট। (ছবি সৌজন্য-পিটিআই)

সন্তানের মনোকামনায় কেউ বাল গোপালের পুজো করলে তা পূরণ হয়।(ছবি সৌজন্য-পিটিআই)

যে রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয়েছিল এই বছরে জন্মাষ্টমী তিথিতে তা থাকছে। তাই দিনটির গুরুত্ব আরও বেড়েছে।(ছবি সৌজন্য-পিটিআই)

ডিসক্লেমার : ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এই সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)